এই বসন্তে
কোথা হা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি।।কবির এই ভাষ্য থেকে একটু না হয় সরে দাঁড়াই।।এবার এই অতিমারীর সময়ে চির বসন্ত যেন থমকে রয়েছে।।মানুষের এত দিনের অভ্যেস উৎসব আনন্দ ঋতুরাজ কে আমন্ত্রণ করতে শঙ্কিত।।একটা বেপরোয়া ভাব রাখার চেষ্টা যে নেই তা নয় কিন্তু অশোক কিংশুক কেন যেন মুহ্যমান।।প্রাণের খোলা হাওয়া সে কই!! আচ্ছা 100 বছর আগে স্প্যানিশ ফ্লু যখন পৃথিবী দাপাচ্ছে তখন তো রবি ঠাকুর জীবিত।।তাঁর কোনো লেখায় কিন্তু সে নিয়ে বিরাট কোনো উল্লেখ নেই।।জীবন তখন এত দামী ছিল না জীবন নিয়ে এত ভয় ছিল না।।ডাক্তারি পেশাটাই তখন এত অভিজাত ছিল না।। তাই বসন্তের উল্লেখ তখন চির আনন্দের চির যৌবনের।।জীর্ণ পুরাতন ভেঙে নতুনের আবাহনে তাই কোন কুণ্ঠা নেই কোনো আবিলতা নেই।।এই বসন্ত এবার যেন হতচ্ছাড়া।।সবকিছুই ঘেঁটে ঘ।।চির পুরাতন ভৃত্যের মতন সে এতটুকু মানবিক নয়।।যে রঙিন মেজাজ টার জন্য বসন্ত বন্দনা সে কখন যেন বিলাপের প্রতিধ্বনি।।আমাদের জীবনে এরম দিন আসবে ভাবিনি কেউ।।কিন্তু অভিযোজন করাটাই চ্যালেঞ্জ।।এই বসন্ত আমাদের এই শিক্ষাই দিল চিরদিন সমান কাহারো নাহি যায় এটা হতেই পারে তবে পড়ে গেলেও উঠে দাঁড়াতে হয় উঠে না দাঁড়ালে বসন্তই মারন ভূমিকা নেয় ।।সভ্যতা সুস্থতা অলীক নয়

জীবনের জয়গান হোক সত্য ভাঙনের নয়।।

By Progyan Poromita Roy, Kolkata