নববর্ষের ইচ্ছারাশি-১৪২৮নতুন বছর ওহে চোদ্দশো আঠাশ
জগৎ থেকে লুপ্ত করো কোভিড-এর ত্রাস।
ভারী ভারী ইচ্ছে এবার চাপাবো না আর ঘাড়ে,
হেঁচে-ফেলা মানুষ যেন লিঞ্চ হয়ে না মরে।চাইছি না হে নতুন রকম পোলাও-পায়েস-ক্ষীর,
চাইছি শুধু ফিরিয়ে দাও রাস্তা-ঘাটের ভিড়-
ইচ্ছে হলেই বন্ধুকুলের বাড়ি পৌঁছে যাওয়া,
আড্ডা-সাথে জটলা করে চীনেবাদাম খাওয়া।চোদ্দশো সাতাশ সাল দিয়েছে এমন মার,
ভরসা হয় না তোমার কাছে বড় কিছু চাইবার।      ‌
নতুন বছর, হাতটি জূড়ে করছি এ-দরবার,
রিয়্যালিটির হাতে ভাঙো‌ ভার্চুয়ালের ঘাড়।।:bouquet::bouquet:

অনেক শুভকামনা সহ-
অরিজিৎ ও অসীমা চৌধুরী