Struggles of Life

– A reminiscence by Dr. Ashim Kumar Chattopadhaya, in Bangla)

জীবন যুদ্ধ – ড. অসীম কুমার চট্টোপাধ্যায়, (বাংলাতে লেখা)
(850 words)

 

লেখক ড: অসীম কুমার চট্টোপাধ্যায় একজন ভূতত্ববিদ। কোলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে জিওলজি তে স্নাতক (১৯৭৩) ও কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (১৯৭৫) ও Ph.D. ডিগ্রী অর্জন করেন। কর্মজীবন মূলত: কেটেছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। এছাড়া গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কোলকাতা বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ ও JIS ইউনিভার্সিটতে দীর্ঘদিন জিওলজির স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যাপনার কাজ করেছেন। বর্তমানে “কালীঘাট ধ্রুবতারা” নামক কোলকাতার একটি social welfare organisation এর সাথে সেবামূলক কাজে ওতপ্রোত ভাবে যুক্ত আছেন।