Poem 1 (Lutfoor)
দুলে কাওরা কায়েত বাওন মোল্লা বললে মুখ বড়ো বেজার হয়
হোসেন
মন দুখ পায়!
সবাই তো দেখি
হয় মায়েরভোগে নয় আল্লার ভোগে চলে গেল
তুমিও দেখি চলে গেছ মানষির ভোগে….
কি আর করা
পথ যেমন সোজা বাঁকা হয় মানুষও অমনি
তবে হোসেন
জেনো
মানুষ পর হয় না কোনদিন
চাইলে আপন হয় সবচে বেশী….!!
চুপ করে থাকলাম বহুক্ষণ, শোধালাম, আপন হওয়া কি খুড়ো
অ খুড়ো আপন কারে কয়?
বাহাদুর
মুখ চালাকি করে বলল
তোমার পরাণে দস্যিতা করতি আসে যে গভীর রাতে…
সেই আপন…. হোসেন!
বাহাদুর খুড়ো অঙ্ক শেখেনি…
দেখছি!
ধুস,
চলে এলাম এপারে,বটতলায়..!
About the poet (Lutfoor)
কবি পরিচিতি : লুৎফুর রহমান {বয়স ৪৯) একজন আদ্যন্ত গ্রাম-বাংলার মানুষ। নিবাস পূর্বপুরুষদের গ্রামে, পিতামহের তৈরী করা ভিটেয়। সঙ্গ গ্রামের জেলে, বাগদি,মুচি, মিস্তিরি এবং সমগোত্রীয় অন্ত্যজনের মধ্যে। তার অন্য ভাইদের বিপরীতে তিনি ‘সুসভ্যতার আলোক’ থেকে দূরে নিজের ইচ্ছেতে গ্রামেই বন্দী থেকে ‘মুক্ত’ আছেন। নিশুতি রাতে গ্রামের পাশের সুবিশাল, অন্তহীন বাওড়ে (naturally formed vast water body) একা একা নিজের কেনা নৌকো চালানো তার বিলাস। কথা বলতে বলতে হঠাৎ করে উচ্চস্বরে লালনের গান গেয়ে ওঠা তার ব্যসন। শহুরে প্রফেনিটি তার রোজকার ধারাভাষ্য। কবিতা তার মনের অবারিত পদচারনার ফসল।
Poem 2 – Pranji basak, contents
প্রাণজি বসাক এর কবিতা
ভুল চোখে //
সে জনকে আশপাশ এলাকার কে না চেনে
রোহিণী — চোখে তার গোল কালো চশমা
বেশ যত্নে পরিপাটি দিঘল চুল নামে কোমরের নিচে
চরাচর ভেঙে চলে যখন – তখন মরুভূমির ঘুম ভাঙে
বিস্ময় ছড়ায় চোখে চোখে
সোনা কি রূপা নাকি অমূল্য হীরে ?
মাঝরাতে জ্বলজ্বল জ্বলে ঘুমের ভিতর
জাগে সীমাহীন বিস্ময় অঙ্গে ঢঙ্গে বিভঙ্গে
খবরের কাগজের বদলে সবার চোখে তখন খোলা ময়দান
দু’পা এগিয়েই চুড়ান্ত গোলের সম্ভাবনা
খেলোয়াড় কে আজ এমন শূন্য মাঠে
সবাই জিততে চায় মুগ্ধতা — সার্থক হবে প্রচেষ্টা
হঠাৎ এ কোন বীরপুরুষ
হাত ধরে পার করে তারে
নিয়ে যায় রাস্তার ওপারে
তবে কি রোহিণী অন্ধ —
পৃথিবীর দূরন্ত দৃষ্টি
মুহূর্তে অমোঘ অন্ধকারে দৃষ্টিহীন অবাক
চোখে পড়ে না কারোরই কোথায় কোন খানাখন্দ
* * *
About the poet (Pranji Basak)
কবি প রি চি তি
প্রাণজি বসাক (Born 1955) শিক্ষায় এম বি এ, পেশায় একজন অ্যাডমিনিস্ট্রেটার। দীর্ঘ অভিজ্ঞতা আই আই টি দিল্লীতে, বতর্মানে কার্যরত আই আই টি যোধপুরে। এর কবিতা চর্চা প্রায় বিগত চল্লিশ বছর ধরে। প্রায় ২০ খানা কাব্যগ্রন্থের রচয়িতা। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বহু লিটলম্যাগে এবং বাংলাদেশের বহু পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। কবিতা, ছোটগল্প, রম্যগল্প – প্রতিটি ক্ষেত্রে তিনি সাবলীল। বহুবার দেশ-বিদেশে সম্মানিত এবং সংবর্ধিত হয়েছেন। রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সন্মান, উত্তর বাংলা পুরস্কার উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন নানা পত্রিকা।
Poem 3 (Amitavo Nath)
কবিতা
– অমিতাভ নাথ
সবার কেমন বুকের মাঝে,
একটা গোলাপ ধরাই থাকে
সেখান থেকে সুবাস ছড়ায়
ভাবখানা তার পাচ্ছে সবাই –
গুনগুনিয়ে শনশনিয়ে
হৃদ মাঝারে রনরনিয়ে
ঝুমুর তালে বেদম চালে
আসল কি তা, কেউ না বলে
পুষছি সবাই ভ্রমর, পাখি
চোখ মুদিয়ে জীবন চাঁখি
যাপন-যাপন চলছে খেলা
বৃদ্ধ শিশু সবার বেলা
About the poet (Amitavo Nath)
কবি পরিচিতি :
অমিতাভ নাথ (জন্ম 1955) শিক্ষা এবং পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কাজ করেছেন দেশের বহু জায়গায়। নিয়মিত বিদেশ ভ্রমন ছিল তার কর্মজীবনের অঙ্গ। এখন রিটায়ারমেন্টের পর স্থায়ী বাস থানে (মহারাষ্ট্র)। কবিতার শখ বহুদিনের।