About Author
সুদীপ চৌধূরীর জন্ম ১৯৫৫ সালে কলকাতায় হলেও, তার বাবার চাকরী সূত্রে ছোটবেলা থেকে দিল্লীবাসী। দিল্লীর রাইসিনা বেঙ্গলী স্কুল থেকে হায়ার সেকেন্ডারী পাশ করার পর দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রী অর্জন করেন। ওএনজিসি’র ভূতত্ত্ববিদ হিসেবে দীর্ঘদিন কাজ করার পর, ২০১৫ সালে অবসর গ্রহণ করেন।বর্তমানে গুজরাটের বরোদা শহরে বাস। বাংলা সাহিত্যে অনুরাগ থাকা স্বত্বেও লেখার অভ্যাস বিশেষ ছিলো না। প্রথম লেখার তাগিদ আসে সার্বজনীন দূর্গা পুজোর স্মরণিকার সম্পাদকিয় লিখতে গিয়ে। সেই থেকেই বাংলা লেখার পথ চলা শুরু। তার গল্পের উপাদানগুলো জীবন থেকে নেওয়া হলেও বাস্তবে কাল্পনিক।
Great SUDIP CHOUDHARY BABU,, Lovely.
Nice to know your profile. I too was and still connected with Delhi. I joined DESU, (Delhi Electric Supply Undertaking, then known as) in 1964 for commissioning & operation of Rajghat Thermal power station from 1964 to 1967 from where I joined DAE , Mumbai in 1968 till my retirement in 2005 for Nuclear Power Corporation Limited (NPCIL). I am still connected with C.R.Park and Basant Kunj of New Delhi..
I would like to meet you in my next trip to Delhi.
Keep it up Sir. Help GZA to enhance its quality and world worldwide spread viewership..
Regards.
Bimal Dey
খুব ভাল লেখা। প্রতিদিনের জীবনে হাসি খুঁজে পাওয়ার জন্য চোখ লাগে আর লাগে মন। সুদীপবাবু, আপনার দুটোই আছে। লিখতে থাকুন।