About Author

সুদীপ চৌধূরীর জন্ম ১৯৫৫ সালে কলকাতায় হলেও, তার বাবার চাকরী সূত্রে ছোটবেলা থেকে দিল্লীবাসী। দিল্লীর রাইসিনা বেঙ্গলী স্কুল থেকে হায়ার সেকেন্ডারী পাশ করার পর দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রী অর্জন করেন। ওএনজিসি’র ভূতত্ত্ববিদ হিসেবে দীর্ঘদিন কাজ করার পর, ২০১৫ সালে অবসর গ্রহণ করেন।বর্তমানে গুজরাটের বরোদা শহরে বাস। বাংলা সাহিত্যে অনুরাগ থাকা স্বত্বেও লেখার অভ্যাস বিশেষ ছিলো না। প্রথম লেখার তাগিদ আসে সার্বজনীন দূর্গা পুজোর স্মরণিকার সম্পাদকিয় লিখতে গিয়ে। সেই থেকেই বাংলা লেখার পথ চলা শুরু। তার গল্পের উপাদানগুলো জীবন থেকে নেওয়া হলেও বাস্তবে কাল্পনিক।