(An Editor’s conversation with one of his writers, seeking article to be published in his magazine. The conversation is in Bangla)

গাদা গাদা তাগাদা

সঙ্কলক – Goutam Bharaiwala

 

প্রাক-কথন :

একবার এক গোবেচারা নিপাট ভালো মানুষের খেয়াল চেপেছিলো যে কোনো মাসিক পত্রিকা বের করতে হবে। তা তিনি লেগে গেলেন কাজে। চেয়ে চিন্তে অন্যের লেখা জোগাড় করে তা ছাপাতে লাগলেন। করতে গিয়ে টের পেলেন যে ভুতটা তাকে ভালোই কিলিয়েছে। এ সবের আগেই তিনি সুখে ছিলেন। খুঁজে পেতে অন্যের কাছ থেকে নিয়মিত লেখা আনা এক মহা ঝামেলা। রেকারিং ডেসিমালের মতো অফুরান গতিতে তাগাদা দিতে হয়।

সেই তাগাদার কিছু হদিশ পেয়েছিলেন বতর্মান সঙ্কলক। কোন এক কমবয়সি লেখককে সম্পাদকের তাগাদা। তাগাদার সুর, লেখককে না চটিয়ে, খুব মার্জিত। সাথে লেখকের বতর্মান সমস্যার ওপরেও দু-চার কথা। লেখককে উৎসাহ দেবার জন্য।

এই পর্যায়টা শুধু সম্পাদকের তরফ থেকেই লেখা। ওপারের জবাবের হদিশ পাওয়া যায় নি। সেটা পাঠককে একটু ভেবে নিতে হবে।

 

সম্পাদকীয় তাগাদা

সঙ্কলনে – Goutam Bharaiwala

June 16th, 2021
তুই আড়ষ্ট না হয়ে, চক্ষুলজ্জাটা কাটিয়ে নিয়ে তোর বন্ধু ও পরিচিত মহলে লেখাটা পৌঁছে দেবার চেষ্টা কর। এর স্বাদের ভাগীদার অনেক বেশি লোক হোক। আনন্দের অংশীদার হোক জনসমুদ্র।

* * *

হোক জানাজানি। (হোক কলরবের মতো একটা জুতসই ট্যাগলাইন লাগিয়ে দে) আর সেই কর্মকান্ডের মূল হোতা তুই বনে যা। ?

* * *

তা বটে।
তবে লোকের কাছে লেখা না পৌঁছলে তারা প্রশংসাই বা করবে কি করে আর তা শুনে লেখকেরা আনন্দই বা কি করে পাবে। সে রকম পরিস্থিতি আপনা আপনি হওয়াতে গেলে তো কবির কলম চাই :

…তোমার কলমের আঁচড়ে..
.. সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে প্রশংসাবাক্য…
… মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়
ঢেউয়ের ওপর দিয়ে যেন পালের নৌকো …

এগুলো কবির কলমের আঁচড় ছাড়া বাস্তবে কি হবে?
তাই ঢাকটা নিজেই বাজাতে পারলে আখেরে ফল লাভ। আর এখানে তো আরো ভালো ব্যবস্থা। আমারটা পড়ো বলতেই হবে না, আমার লেখাটায় কমেন্টস দিও বললেই হবে।

দেখেছ, আমি কি রকম কায়দা করে আমার পসরা বেচছি ? ?

Aug 1, 2021
আপনার মধ্যে সরস্বতীর বাস, চোখে না চিন্তায় না কলমে না সবখানে কে জানে।
সুনীল গাঙ্গুলি বা হুমায়ুন আহমেদও এরকমই লিখতেন।

Amen !

Aug. 19, 2021
নাহ্, এটা বোধহয় পড়া যাবে না।
xxxx এর বড়ো হয়ে ওঠার কাহিনী তো আমার কাছে কোনো প্রক্ষাগৃহে বসে চলতে থাকা নাটক দেখা নয়, এতে আমিও নাটকের এক মুখ্য চরিত্র। তাই সেই নাটকের বাকি চরিত্রদের আনন্দে আত্মহারা হবার দিনে বা হতে না পারার বিষন্ন রাতে দর্শক আসনের নিরাপদ দৃরত্ব থেকে নিরাসক্ত দৃষ্টি নিয়ে তাদেরকে দেখা বোধহয় পারা যাবে না। পুরোনো অনেক ক্ষত থেকে নিঃশব্দে বেরিয়ে আসবে অনেক শোণিতধারা। নিজে থেকে সেই কাটাছড়ার মধ্যে যেতে আর মন চায় না।

Aug. 26, 2021
রিয়ার লেখাটা কি ব্লগে দেয়া যায়? ব্যক্তিগত অন্ধকারের উল্লেখ যদি কিছু থাকে (আমি পড়ি নি) তা কি যথেষ্ট পরিমানে নৈর্ব্যক্তিক এবং জন সমক্ষে প্রকাশের যোগ্য ? আর এটা কি শেষে আলোর দিকে চলার বাণী বহন করে ?
3. তোর অ্যামাজনের পার্সেল কাল পৌঁছবে, ওদের ট্র‍্যাকিং অ্যাপের হিসেব মতো।

Sept 1, 2021
শিল্পী পরিচিতি/ফটো ছাড়াই কাজ চালাতে হলো। সে সব তো আর এসে পৌঁছলো না।

আপনার পিঠ-চাপড়ানো বাক্যরাশি আমি নতজানু হয়ে গ্রহণ করলাম। হলোই বা তা অতিরঞ্জন বা সোনার পাথরবাটি। তবে কখনো সখনো অভাগাদের ঘাড়েও অচেনা গুনগ্রাহীদের থেকে গুনকীর্তনের বোঝা এসে পড়ে। যেমন আজকে এক হলো – দাতা অচেনা কেউ, বোঝাটা এলো আমার ঘাড়ে।

যাক সে সব হাবিজাবি অকথার পসরা। পূজো তো এসে গেলো। আমাদের 1st Oct. সংখ্যার জন্য অতিথি সম্পাদক হিসেবে একখানা 22000 ভোল্টের সম্পাদকিয় লিখে ফেলে আমার কাজ একটু হালকা কর দেখি।

Oct 29, 2021
হ্যাঁ, হ্যা।
সেটা তো ‘বহে নিরন্তর (লেখনি) ধারা।

আসলে আমি কলকাতায় ছিলাম বলে 15th Oct এর ব্লগের লেখা বেরোয় নি। 1st Nov. এও বেরোবে কিনা সন্দেহ। অন্য কারো তো এতে হাত লাগানো মুস্কিল, না। কোমর কষে নিজেকেই আবার লাগতে হবে জোগাড়-যন্ত্রে।

তোর কিছু তৈরী থাকলে পাঠিয়ে দে। দেখি, 1st Nov এরটা কিছু করা যায় কিনা।

Nov. 15, 2021
সেটা আমারও বোধগম্য হয় নি। হয়তো যিনি এই পাঁয়তারাটা কোথাও থেকে কপি-পেস্ট করে এখানে জুড়েছেন তিনিও জানবেন না।

তবে এতে ব্যাপারটা জটিল না হয়ে সরলই হয়েছে বোধহয়। লেখকরা Truth এবং Fact নিজের মতো করে ইন্টারপ্রেট করতে পারবেন।

Jan 14, 2022
লেখনি ধারায় কি পরীক্ষার খাতার বাঁধ দিয়ে জলবিদ্যুত তৈরী হতে লেগেছে? খরস্রোতার কলস্রোতের শব্দ যেন শান্ত মনে হচ্ছে।

আমাদের কলাম-লেখক শ্রী xxxx গত ছ মাস ধরে 12 খানা লিখে তার দায়িত্বের প্রথম পর্যায় শেষ করলেন। সামনের সংখ্যা থেকে কি আমরা এক নতুন কলাম-লেখিকা পেতে পারি ?

ভাই কোমর কষে লেগে যাও। চালু স্লোগান Make in India য় গা ভাসিয়ে নতুন লেখার যোগান দাও। ব্লগটাকে চালাতে হবে তো !

*

লেখো লেখো।
খালি মনে থাকলেই হবে যে কলাম লিখতে খান ১২ লেখার দরকার পড়বে আগামী ছ মাসের পরিসরে। তাতে বিষয়বস্তুর সামঞ্জস্য/অসামঞ্জস্য নির্ধারণ নিজেই করবে।

Jan 12, 2021
চালিয়ে যাও বৈঠা।
পরাণটারে গামছা দিয়া বান্ধিবার দরকার কি ? খোলা হাওয়ায় টুকরো করে কাছি, ডুবতে রাজী থাক।

Jan. 22, 2022
হ্যাঁ ভাই, লেখা জোকা কি কিছু হচ্ছে না এখনো জল-বিদ্যুত ?

* * *

?
তাহলে তাগাদাটা হলো :
… কেড়ে নে ওর থলি থালি
আন রে নিয়ে ফুলের ডালি
গোপন প্রাণের পাগলাকে ওর
বাইরে দে আজ প্রকাশি…

Feb 14, 2022
আমরা কিন্তু :
বসে আছি পথ চেয়ে আর কাল গুনে
লেখার দেখা যদি পাই ফাল্গুনে…

* * *

এ সব হলো সম্পাদকীয় দুশ্চিন্তা ! এবং তৎপ্রসূত তাগাদা।
এগুলো থাকবেই। ?

* * *

ধরে নাও, পতন-অভ্যুদয় বন্ধুর পন্থা’র লাইভ ডেমো দেখছো !

Feb 15, 2022
তাগাদার ঘন্টি বাজে, কিন্তু ফাল্গুনে –
লেখার দেখা নাই রে
লেখার দেখা নাই….

ফাগুনে লেখার হাতছানি বৃথা গেলো এবার ? যেতে দাও, কোন সমস্যা নেই। এক ফাগুনে বসন্ত পালায় না। চাপের আঁটিটা মাথা থেকে নামিয়ে পরে ধীরে সুস্থে শুরু করলেই হবে।
ফাল্গুন আসিবে পুনঃ
তখন আবার শুনো
নব পথিকেরই বাণী
নুতনের গানে।

চাপ কমার পরে যখন তুই আসরে নামবি তখন তো তুই নতুন পথিক, সঙ্গে নুতনের গান। সেই গানের আসরেই না হয় আসা হবে।

এবারের ব্লগে দীপ্ত বাবু একখানা থান ইঁটের মত এক লেখা ফেঁদে বসেছেন। লিঙ্কটা থাকলো। দাঁতে জোর থাকলে ওটা খুলে একটু উল্টেপাল্টে দেখতে পারিস। তিনি একটু বাহবা পাচ্ছেন বিদগ্ধজনের কাছ থেকে সেটার জন্য।

আর হ্যাঁ, এবার থেকে পোস্টে আমার লেখা হবে শুধু কেঠো কেঠো কাজের কথা, চিড়েতনী বা ইস্কাপনী ছাঁচে। নহলানী দহলানী চাপল্য চঞ্চলতার বনবাস এবার থেকে।

Feb 16, 2022
লেখা প্রায়শঃই অতিকথন হয়ে যায়। তাই এবার থেকে – লেখা চলবে না, চলবে শুধু নিয়ম। ?

Feb 23, 2022
তোর কলামের একটা পছন্দসই Book Cover ধাঁচের কিছু বানাতে পারবি কাউকে দিয়ে ? সেই ইমেজটাই তোর কলামের প্রতিটা সংখ্যার সিগনেচার ইমেজ হবে। যেমন xxxx এর চায়ের পেয়ালার ইমেজ। প্রতিবারেই আসে।

March 2, 2022
আর বলিস না। xxxx অতি মহদাশয় ব্যক্তি, তিনি ব্লগের জোয়াল নিজেই কাঁধে নিয়ে লেখা চালিয়ে যাচ্ছেন। নতুন লেখক খুঁজে আনা বেশ শক্ত। একটা রচনা প্রতিযোগিতা করা হয়েছিলো। তার এন্ট্রিগুলো ব্লগে ঢুকিয়ে কাজ চালাতে হচ্ছে। একটা UK Diary আর US Diary শুরু করার কথা ভাবা হচ্ছে। কিছু চটকদার বা মননশীল ভিডিও কন্টেন্ট ঢোকাতে পারলে ভালো হয়।

নতুন লেখকের ব্যাপারে একটু নজর রাখিস তো। Women’s Day এর তোর লেখা মিস হবে এবার।

তবে এসব ঝামেলার মধ্যেও ভালো খবর এই যে ব্লগের রিডারশিপ এখন 10,000 ছাড়িয়ে গেছে যা বছর দেড়েক আগেও 500 – 600 ছিলো। সবই লেখক -লেখিকাদের হাত-যশে।

March 03, 2022
এনে দাও ইন্দ্রমণির হার
বঙ্গ-বদ্বীপ থেকে…

তা দিয়ে ব্লগকে,
‘সাজাব যতনে কুসুমে রতনে’…

March 14, 2022
এটা xxxx – পর্ব ১ ?
তাহলে পরের গুলো সময় মতো এসেই যাবে।

কোনো জুতসই ছবি পেলি এটার সিগনেচার ইমেজের জন্য ?

* * *

ভালো ভালো।
যত ছড়াবে তত বেশী লোকের কাছে এই রসভান্ডের স্বাদ পৌঁছবে, তারা মধুরতার ছোঁয়া পাবে, পৃথিবীটা আরেকটু খানি বসবাসের জন্য উপভোগ্য হবে। লেখকদের কাছে এটা সমাজকে প্রতিদান।

অন্য দুজন লেখকও তাদের এবারের লেখা ফেসবূকে দিলেন।

* * *

আচ্ছা।
xxxx ওর এবারের ব্লগের গল্পটা ফেসবুকে ওর নিজের টাইমলাইনে পোস্ট করেছে।

ওর ফেসবুক পোস্টগুলো কি করে যেন আমার ফেসবুকে চলে আসে। এবারে সেটা আসাতে তার শেয়ার অপশনে গিয়ে আমি তোকে ফরোয়ার্ড করেছিলাম।

কেন খুলছে না তার বিধান কি আমি দিতে পারবো ?

* * *

সেটা বিষয় বস্তুর ভারে প্রায় পড়ার অযোগ্য ! ?

March 22, 2022
অভিনন্দন, এবারের ব্লগের কমেন্ট বক্সে একমাত্র কমেন্ট পাবার জন্য।

Xxxx’র কোনো জুতসই ইমেজ পেলি ?

*

সেটা অনেকটা কোন পতাকার নীচে হৈ চৈ করে আসর জমিয়ে ফেলার মতো। তা করতে চিন্তা-ভাবনা করার মতো মুসকিল কাজটা আর করতে হয় না।

কিন্তু পতাকার পেছনের মতাদর্শ ? সে তো ভারী ব্যাপার রে ! ওরে হাবূ, আমি চললাম, পেটটা আবার কটকট করতে লেগেছে। আজ আবার শূক্কুর বারের আকাশ। কিচ্ছু বিশ্বেস নেই, কখন ঝড় বাদলা নাববে। তবে তোরা চালিয়ে যা। আমি তো আছিই।

* * *

হ্যাঁ, খুব বিকল করে দেয়া এই অন্ধকার সময়গুলো। সবার সাথে হয়। সব বয়সে, সব পারিবারিক, সামাজিক বা কর্মস্থলের পরিস্থিতিতে এরা লুকিয়ে থাকে। কি করে যে এদের আত্মপ্রকাশ হয় তা মানুষের জানার বাইরে। বেঁচে থাকাটা তো একটা 24 x 7 x 365 days নিরন্তর প্রবাহ ! এই সব অন্ধকার, different shades of Grey গুলো আর কোথায়ই বা যাবে ? এদের জীবনের সাথেই জুড়ে থাকতে হবে। ‘দুঃখ হয় যে দুঃখের কূপ’ তৈরী করতে থাকবে মানুষের মনে।

তবে মজার কথা হল এই যে এই অন্ধকারের উৎস থেকে নিজের অজান্তেই আলোর উৎসরণ ঘটবে। হঠাৎ বিনা কোন কারণে তমসায় থাকা মানুষ আচমকা হুল্লোড়ে বলে উঠবে, আহ্ বেঁচে থাকা কি সুন্দর !

আমরা এখন সেই শুভ মুহুর্তটির অপেক্ষায় থাকি।

March 29, 2022
xxxx’র পরের কিস্তিটার সময় কিন্তু এসে গেলো। কালকে পেলে 31st এ প্রিভিউটা ছাপা যায়।

March 31, 2022
কাল ছুটির দিনে লেখাটা কি শেষ হলো ? লেখাটা ‘কলাম’ হতে গেলে কিন্তু প্রতিবারেই লেখা চাই।

* * *

লিখে ফেলো।

এই টক্সিক সম্প্রদায়ই আবার
.. কালকে প্রেমে আসবে নেমে
করবে যে তার মাথা নিচু.

* * *
?

এই সব হাল্কা পল্কা হাসি ঠাট্টায় যদি কখোনো কারো মনের কালো মেঘ একটুও অপসারিত হতে পারে, … কারো জীবনের কোন একটি ফলবান খন্ডকে যদি জয় করতে (পারা যায়), তবে সেটা কবির লেখার আর পাঠকের রসাস্বাদনেরই সার্থকতা।

* * *
এই সব মুস্কিল সময়েই শিল্প- সাহিত্যের জয়ধ্বজা ওড়ে। প্রমাণিত হয় যে শিল্প-সাহিত্য মনের খোরাক, শরীরের নয়। তার প্রয়োজন জীবনের দরকারে, জীবিকার দরকারে নয়।

April 02, 2022
এই নাও, তোমার অনুপস্থিতিতে বলা তোমার প্রশংসার বাক্যরাশী – এক গুণীজনের বলা। ?
আমি এখানে শুধু
Speedpost.

* * *

forwarded

The Xxxx blog is doing well, firstly because of its management. That also involves picking up good articles.???

i am an admirer of your write-ups. The one you wrote about Durgapuja and the obituary of one much admired couple in your circle are unforgettable pieces.

Among the recent ones, I feel Kuntala is writing exceedingly well and Arnab has set an example of handling a much debated issue with scholarly brilliance. ???

– – –

GZA is growing into a torch-bearer of multi-cultural apolitical forums in India.

Kudos for that.???

* * *

তবেই দ্যাখো !

আর, যশোলিপ্সাই তীব্রতম রিপু এই প্রবাদ বাক্যের সাথে তাল মিলিয়ে আমারও ভালো লাগে যখন মূল প্রশংসা ধারার ছিটে ফোঁটা আমার দিকেও চলে আসে। তাই উদ্বাহু হয়ে সেই পোস্টে আমার উত্তর ?

* * *

নমস্কার,

মাথায় হঠাৎ করে কোন ভাবনা এলে সাথে সাথে তা জানান দেয়া ভালো। এটা মাঝরাতের রহস্য। আর শালপ্রাংশুর হিসেবটা তো শরীরে নয়, মনে। তাহলেই বিষয়টা যথাযথ হয়ে যাবে। শীর্ণকায় ঋত্বিক ঘটক যেমন নিজের চিন্তাধারার অবস্থানে শালপ্রাংশু অবয়বে ছিলেন !

আপনার প্রশংসা-বাক্যরাশির জন্য আন্তরিক ধন্যবাদ। গূণীজনের মন পাওয়া গেলে সেটা মনের ভেতর এক দখিনা বাতাসের আমেজ নিয়ে আসে। আমাকে এবার বোধহয় একটা সুটকেস গোছের কিছু কিনতে হবে – এই ‘হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন’ এর মতো প্রশংসা গুলোকে বাক্সবন্দী করে মনের মণিকোঠায় সঞ্চয় করে রাখার জন্য।

আপনি ১৮টা ২০টা যা আছে পাঠিয়ে দিন। আমি সেটা ইলাসট্রেশন সমেত বইয়ের প্রুফ কলেবরে নিয়ে আসছি। তারপর আপনাকে পাঠাবো সেই প্রুফ। গোটা তিনেক পর্যায় হবে বলে মনে হচ্ছে এই কার্যপ্রণালীর। তাই শুরুটা করা যাক !

শ্রদ্ধা জানবেন।
বিনীত

About the author
Goutam Bharaiwala is a GZA Member (in pseudonym) who has collected this conversation.