About the author, Sabit Basu

“সম্বিৎ বসুর জন্ম 60 এর দশকের শেষে, উত্তর কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার পরিবেশে মুক্তচিন্তায় দীক্ষা। ১৯৯৩ সালে উচ্চশিক্ষার জন‍্য বিদেশে আসা এবং সেখানেই থেকে যাওয়া ও জীবিকা- নির্বাহ। বর্তর্মানে সিলিকন ভ‍্যালিতে কর্মরত।

ব্যক্তিগত প্রবন্ধের সংকলন –
“আপন বাপন
জীবন যাপন”।
প্রকাশিত বইয়ের সংখ্যা আপাততঃ একটি। প্রবন্ধ ও অন‍্যান‍্য লেখা বেরিয়েছে নানা পত্র-পত্রিকায়।

স্ত্রী পারমিতা ও দুই কন্যা-সহ বাস করেন ক্যালিফোর্নিয়ায় স্যান ফ্র্যানসিস্কো শহরের তলিতে। স্বপ্ন দেখেন একদিন কলকাতায় ফিরে পেশাদার আড্ডাবাজের জীবন ফিরে পাবেন।”