বিজয়া ১৪২৭
পাড়ার মোড়ে রবিবারে আড্ডা চায়ের সাথে,
শিশুকুলের চেঁচামেচি পার্কে, স্কুলের মাঠে,
আটপৌরে দিনগুলো যে কতটা ভালো ছিলো
মা’য়ের আগে করোনা এসে সে’টি বুঝিয়ে দিলো।
আগের মত সন্ধ্যে চাই, আগের মত দিন,
সুহৃদের হাসি মুখ, মুখোস-বিহীন।
ধ্বংস হোক অহংকার আর হিংসার অসুর,
হৃদ-আকাশে বাজুক আবার ভালোবাসার সুর।
অ-‘সামাজিক দূরত্বে’র এবার অন্ত হোক,
ঘেঁষাঘেঁষি করতে থাকুক আবার দেশের লোক।
খেলা দেখতে ভিড় জমুক আবার আগের মত,
আগের মতই ব্যবসা করুক ফুচকাও’লা যত।
শুভ বিজয়া!!
অরিজিৎ ও অসীমা চৌধুরী