https://youtu.be/2TdumzCdoFc

Intro of Chandril video
নমস্কার সমস্ত পাঠকদের।

আমরা গত প্রায় এক বছর ধরে এই ব্লগ নিয়মিত নিয়ে আসছি। সময়ের সাথে সাথে ব্লগের কলেবর, বৈচিত্র্য, পারিপাট্য সবই বেড়েছে। পাঠক সংখ্যাও বেড়েছে। এক বছর আগের তুলনায় এখন পাঠক সংখ্যা প্রায় দশগুণ। এজন্য সমস্ত পাঠকদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

ব্লগের পরিচিতির পরিধিও বাড়ছে। অজনা ওয়েবসাইট তাদের সাইটে আমাদের ব্লগের লিঙ্ক জুড়েছে। এটা একটা আনন্দের বিষয়।

আপাতত ব্লগে এসেছে মূলত লেখা – নানা স্বাদের, নানা বিষয়ের, নানা লেখকের এবং নানা ভাষার। লেখা হয়েছে গল্প, রম্য রচনা, ফিকশান, ইতিহাস-আশ্রয়ী গল্প, বিজ্ঞান বিষয়ক লেখা, প্রবন্ধ, বতর্মান পরিস্থিতির ওপর কলাম, নানা স্বাদের কবিতা। লেখকদের সংখ্যা 25 ছাড়িয়ে গেছে। আর লেখা ছাড়াও এসেছে ভিডিও – গান, গানের গ্রন্থনা, আবৃত্তি, কুকারির। তার সাথে এসেছে ছবি।

পসরার বৈচিত্র্যের অভিযানে এবারের সংযোজন – গল্প বলার ভিডিও। বলছেন কিংবদন্তী বলিয়ে চন্দ্রিল ভট্টাচার্য। আমরা তাঁর কাছে এবং মূল অনুষ্ঠানের উপস্থাপক শায়ন সমাজদারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

মনোরঞ্জনের এবং মগজরঞ্জনের এই নতুন আঙ্গিক রাখা হলো এক দৃষ্টান্ত হিসেবে যাতে আমাদের সভ্যরা নিজেরাই নিজেদের পছন্দের বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন যা ব্লগে পরে আত্মপ্রকাশ করবে।

ধন্যবাদ।

Courtesy : Youtube and Sayan Samajder