তোমার সংগে কথা ছিল সময় হবে?
পাঠক তুমি ক্রেতা থেকে বন্ধু হবে?
জানি তোমার পয়সা ফেলে শিল্প কেনার শখ
চাইছো তুমি আড়াল খুঁজে সস্তার আরক
খুঁজতে খুঁজতে এলেই যখন দেখলে আমায়
আমার কিছু পদ্য শোনার সময় হবে?

লেখকরা সব বেদী কিংবা সিংহাসনে
গায়ে তাদের জমকালো শাল আংটি হাতে
কাব্য তাদের বিকোচ্ছ সব তরল রাতে
সোনার দামে
পাঠক সাজায় বসার ঘরে বই আসবাব
পদ্য নভেল বিরিয়ানী টিক্কা কাবাব
উড়ছে ধোঁয়া বইছে দারু পাগলপারা
সেসব ফেলে এলেই যখন আমার পাড়া
ছোট্ট কলা পাতায় আমার তোমারই নাম
মিহি কলম দিয়ে আঁকা তোমার ছবি
ভাতের মত সাদা ভাষায় তোমার হাসি
তোমার কথা লিখেই গেছি সারাটি রাত
তোমার সেসব একটু পড়ার সময় হবে ?

-বাসুদেব গুপ্ত