দোল-২০২১*
ফাগুন দিনে বসে ভাবি, এ কি রকম দোল,
গাইতেন আজ রবি-কবি, “খোল রে দুয়ার খোল”?
আজকে শুধু দরোজা নয়, মন-দুয়ারও বন্ধ,
ধর্ম আর জাতবিচারে প্রেমেও লাগে ধন্দ।এখন অতীত-চোখের আলোয় উতল সর্বনাশ,
হিসাববিহীন ফাল্গুন-দিন, রঙীন  মধুমাস।
মুখোশ পরে দূরের থেকে মানুষজন দেখি,
একটি দিনের মুক্ত বাতাস- বিদায় নিল সে-ও কি?বিষণ্ণতার বাতায়নে তবুও মেলি চোখ,
একাকী এক কৃষ্ণচূড়া গড়ে আনন্দলোক।
শিমূল-পলাশ-কচি পাতায় আর্তি শব্দহীন,
পরের দোলে ফেরে যেন আগের বসন্তদিন।।মধুমাসের মধুর ইচ্ছারাশি।:bouquet::bouquet::bouquet:
অরিজিৎ ও অসীমা চৌধুরী