শঙ্খ করভৌমিকের লেখা।সুলভে রবীন্দ্রনজরুলাদির অপ্রকাশিত রচনা লিখিয়া থাকি। পরীক্ষা প্রার্থনীয়।আপনি রবি ঠাকুরের মত লিখতে পারেন?তা পারি।একটু লিখুন তো দেখি? তারপর পড়ে শোনান।শুনুন তাহলে।’এই হরিণীটিকে সেই কবে থেকে আপন পিঞ্জরে বদ্ধ করব বলে কল্পনা করে এসেচি। কিন্তু সে আমার ভাগ্যে সইলে না। আর জীবনদেবতা তার চক্ষুদুটি যত কোমল করে গড়েচেন, তার শৃঙ্গ দুটিতে বোধ করি কাঠিন্য দিয়েচেন তারো চেয়ে বেশি। তাই তো সে আমার উদাস হৃদয়কে করলে রক্তাক্ত- যেন প্রথম প্রভাতের তরুণ রবির কিরণখানি। আমি তার খুরে খুরে দন্ডবৎ করে তাকেই সঁপলেম আমার…’ব্যস! ব্যস! বুঝেছি। আচ্ছা, নজরুল পারেন?তা আর পারি না। এই যে শুনুন-‘হরিণীর শিঙে (নাকি তার খুরে) জাহান্নামের অন্ধকার।
এ দিল আমার ভরে গেছে খুনে, তবু রয়ে গেছে ইন্তেজার।
সিয়াহির মত জুলুমের কালি মুছাতে পারে না কোনো রবার।
বিষের পেয়ালা চলকে পড়েছে, হরিণী দিয়েছে পগার পার।‘বাব্বা! আপনি যে দেখি নজরুলের চেয়েও নজরুলতর! আর কি কি আসে আপনার?মাইকেল শুনবেন? শুনুন তবে।’ছুটিলা হরিণী এবে, দ্রুতপদে লাথি
কষাইলা বজ্রসম কবির ও হৃদে।
রুধিরে মিশিলা অশ্রু দুগ্ধে যেমতি
লজ্জাশীলা গোপবালা মিশাইলা বারি
এত দেখি কবিবর ফেলিয়া লেখনি
দ্রুতপদে মিলাইল মরীচিকাসম।’আই অ্যাম স্পিচলেস!!!দুলাইন জীবুদা বলি তাহলে? জীবুদা? এইসব হরিণটরিণ ওঁরই ইস্পেশালিটি কিনা।জী…বু? মানে ওই যিনি ভূমেন্দ্র গু… মানে ঐ ট্রামগাড়ি…হ্যাঁ হ্যাঁ তিনিই। এই যে শুনুন।’সব কোড একদিন লেখা শেষ হবে।
হলুদ অডিট হবে ধানকাটা হেমন্তের মাঠে।
সকল শোনিতকণা, মহার্ঘ্য হিমোগ্লোবিন
ক্ষয়ে যাবে। হরিণীর পিছনে পিছনে
হৃদয় বন্ধক রেখে ম্যারাথন ছুটে।’নাজুক নাজুক! এবার দু এক কলি বিভূতিভূষণ দিয়ে শেষ করুন দিকিনি।বিভূতিভূষণ? আমাদের বছর আবার ওটা ইম্পর্ট্যান্ট ছিল না। তাও, দেখি চেষ্টা করে।’গ্রামের এক কোণে পুকুরধারে তেলাকুচো গাছের তলায় তাদের পোষা হরিণটি চরিয়া বেড়ায়। মাঝে মাঝে বাগদিপাড়ার সম্পন্ন লোক প্রসন্ন বাগদির বেড়া ভাঙিয়া কলাটা মূলাটা খায়। অপুর বড় ইচ্ছা তাহার শিঙে একদিন হাত বুলায়। তবে জোড়া পায়ের চাঁটির ভয়ে সাহস করিয়া উঠিতে পারে না, অদ্যাবধি পারে নাই।’
About Author
লেখক পরিচিতি :শঙ্খ করভৌমিক (জন্ম ১৯৭৩)
জন্ম ও বেড়ে ওঠা ত্রিপুরার আগরতলায়। শিবপুরের মাইনিং ইন্জিনিয়ারিং স্নাতক। পেশার প্রয়োজনে ভারত ভ্রমন। অধ্যাপনা থেকে গেঞ্জির ব্যবসা – নানা বিচিত্র পেশায় ভাগ্য পরীক্ষার পর আপাতত কোলকাতায় প্রাইস ওয়াটারহাউসে থিতু। শখ বই পড়া, ছবি আঁকা, গান শোনা সহ আরো নানা রকম। প্রকাশিত বই : ‘সাত ঘাটের জল’ এবং ‘আট ঘাট বেঁধে’।
বাঃ, বেশ খোলতাই লেখা হয়েছে!
‘প্রাইস ওয়াটারএর এরকম সারপ্রাইস’ ওয়েটারএর হাত থেকে কী উপাদেয় খানাটা-ই না পেলাম!
দারুণ উপভোগ্য! জয় হোক লেখনীর।তৃপ্ত হোক পাঠকের অন্তরাত্মা বারবার।