Poem by Purna Ganguly

।।স্বপ্নের দল।।

স্বপ্নেরা ভেসে বেড়ায় বাতাসে,
নেই যে ওদের কিছু হারাবার ভয়,
ওদের পেছনে ছুটতে ছুটতে,
মানুষই কেবল হাঁপিয়ে মরে!
কত লোকের স্বপ্ন..
ধুলোয় যায় যে মিশে!
স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে..
হচোট খায় বহু লোকে!
কতজন হয় দিশাহারা..
স্বপ্নের টানাপোড়েনে!
কতজন হয় ছন্নছাড়া…
স্বপ্নের জাল বুনতে বুনতে!
কেউ হারিয়ে ফেলে নিজেকে..
স্বপ্নকে খুঁজতে গিয়ে!
স্বপ্নের ঘোরে.. স্বপ্নের জালে ফেঁসে…
কেউ দেয় নিজেকে শেষ করে !
স্বপ্নেরা আছে,স্বপ্নেরা থাকবে..
স্বপ্নদের কদর কমবে না মোটেই!
স্বপ্নেরা তবুও হাতছানি দেয়..
চোখে মুখে নতুনত্বের আলো জ্বালায়,
নবীন রক্ত টগবগ করে ফোটায়,
প্রবীণদের বাঁচার ইচ্ছে জাগায়!
স্বপ্নেরা আছে,স্বপ্নেরা থাকবে..
স্বপ্নেরা চির অমর যে!!
পূর্ণা✍️
২/১২/২০২২
৯:১২pm

About the poetess

Purna Ganguly

 

লেখিকা পরিচিতি

পূর্ণা গাঙ্গুলী নিয়মিত কবিতা লিখে থাকেন বিভিন্ন ই-ম‍্যাগাজিনে, ব্লগে, কবিতা সঙ্কলনে। 2023 এর সাম্প্রতম বইমেলায় প্রকশিত হয়েছে তাঁর প্রথম একক কবিতার বই – ভালোবাসা।

স্কুল জীবনের শুরু থেকেই তুখোড় ছাত্রী। এখন উত্তর-পঞ্চাশে পৌঁছেও কলকাতায় ঘরকন্না সামলানোর ফাঁকে ফাঁকে বই পড়া, আঁকা, ফটোগ্রাফি, বাগান করা এসবের চর্চাকে সমান তালে সিঞ্চন করে যাচ্ছেন। কবিতা লেখা তো আছেই।

 

Poem by Purna Ganguly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *