Pran G Basak

আমার চোখে দুর্গাপূজা // প্রাণজি বসাক
Durga puja in my eyes.// Pran G Basak

ফিরে ফিরে মনে হতো
বছর বছর দুগ্গাপূজা
এ নয় আমাদের জন্য
এ-তো পাড়ার বড়লোকের
ধনী বড় মাতব্বরের
ছোটবেলার ছোট প্রশ্নের
নাই তেমন উত্তর জানা
নতুন কাপড়ের ছিল না
আয়োজন তেমন বড়
পায়ে পায়ে হেঁটে
টাউনের প্রচলিত
মন্ডপ দেখার ছিল চল
হ্যাজাকের আলোয়
দেখেছি প্রতিমা
উজ্জ্বল প্রভায় মায়ের মুখ
সপ্তমী অষ্টমী কদমা বাতাসা
নবমীর দিনে নয়বার
দেখি একই মা কে
দশমীর দিন নদীর পাড়ে
দাঁড়িয়ে দেখি ভাসমান
নৌকায় বিসর্জন শোভা
ফেরার পথে জিলিপী অমৃতি
এবং মুড়ি দিয়ে নৈশভোজ

আবার কবে
বছর পরে …

তারপর দিনবদলের পালায়
পাড়ায় হলো ক্লাব আর
বারোয়ারী পুজোর মনসা
চাঁদা তোলো ভাই
প্যান্ডেল বানাও
বানাও মঞ্চ
পুরোহিত ঢাকি ধরো
দশকর্মার ফর্দ সে
একহাত লম্বা
চোঙা চোঙা মাইক
হিন্দি গানের ক্যাসেট
রাস্তা জুড়ে বিজলি বাতি
মায়ের আবার অন্য খাতির
বাজেট পুজা
খিচুড়ি ভোগ থাকবে বুঝি
গানের আসর ভিডিও সিনেমা
সারারাতের ব্যাপারস্যাপার
বদলে গেছে নজর কাদের
নেতা এলেন
এলো এজেন্ডা
মাতবর সরে চলেন বাড়ির দিকে
পুজোর গন্ধে মেশে
অন্য গন্ধ যুবকের দলে
যুগ বদলে গেছে
এমন হাওয়ায় ভাসে শরৎ শশী
পুজোর তিনদিন না জানি
কোথায় কেমন গেল
খোলা ট্রাকে মায়ের বিদায়
নিরুদ্দেশে কোন ডোবায়
এবার বিসর্জন
সমবেত বিজয়া সম্মেলনে
পাড়াতুত সকলে কোলাকুলি সারে
মন কেঁদে ওঠে – হায়
তবুও বোল ওঠে

আবার হবে
বছর পরে

যুগের হাওয়ায় এলো
উড়ে থিম পুজো
নেতা মন্ত্রী ক্রিকেটার
নায়ক নায়িকা কমিশনার
করেন পুজো উদ্বোধন
চোখ ধাঁধানো ডেকোরেশন
মাইল কে মাইল লম্বা লাইন
মায়ের প্রতিমা কোন খাঁজে
হাইটেক সন্ধ্যারতি
ডিজিটাল আলোকসজ্জা
কার চোখ কার দিকে
মানুষের ঢলে
ভ্রমণ-বিহার চলে
মা দুগ্গা কোথায় তুমি
তিন দিন তিন রাত্রি
কারি কারি সেলফি
পোস্ট করে করে হদ্দ
বিরিয়ানির ম-ম গন্ধে
তন্দুরি চিকেন কাবাব
ঢেকুর তুলে মেয়ে জামাই
শ্বশুর বাড়ি মাথায় তোলে
এই তো সময়
অনলাইনে অর্ডার চলে
হুজুগ বুঝে শ্বশুর বলে

আবার হবে
বছর পরে

হঠাৎ করে নোটিশ বিনা
কোভিড এলো জগত জুড়ে
অদৃশ্যে ভাসে ভাইরাস
সংক্রমণের তীব্র ভয়ে
মুখে মুখে মাস্ক
হাতে মাখো স্যানিটাইজার
রাখো সোস্যাল ডিস্ট্যান্স
হাসপাতালে বেড নেই
বাতাসে অক্সিজেন নেই
আমি তুমি কেউ নই
নিজে বাঁচো
পুজো নয় পুজো নয়
সরকারি আদেশ
জাগো বাঙালি কাঁদে
এইবার তবে কি হবে
হবে হবে হবে
ঘটপূজা হবে
অনলাইন অঞ্জলি হলো
অনলাইনে বুককরা ভোগ এলো
সময় করে পুজো এলো
আর গেলো
এর মধ্যেই কতজন
হারালো প্রিয়জন
শিউলি ফুলের বাহার
সকালের শিশিরে ভিজে ওঠে
পুরোহিতমশাই মন্ত্র পড়েন
নামাবলীর খুট ধরে বলেন

আবার হবে
বছর পরে

****

Pran G Basak
H-1/28, First Floor,
Bengali Colony,
Mahavir Enclave Part 1
New Delhi – 110045

Ph.9310736484
Email : prangbasak@yahoo.com

Pran G Basak

4 thoughts on “Pran G Basak

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *